মানবতার অচলায়তন

লিখেছেন- মোঃ জাকির হোসেন

 

জর্জ ফ্লয়েড-

শ্বেতাঙ্গ পুলিশটি যখন তোমাকে,

তোমার জন্মভূমির মাটিতে ফেলে হাঁটু দিয়ে তোমার গলা চেপে ধরেছিল,

তখন তুমি কি ভাবছিলে?

করোনা আক্রান্ত রোগী যখন,

এক মুঠো অক্সিজেনের জন্য বুকের পাজরগুলি হাস-পাশ করে,

তোমারও কি নিঃশ্বাস নিতে সেই রকম নিদারুন যন্ত্রণা ভোগ করতে হয়েছে?

তখন কি ভাবছিলে?

এই পৃথিবী তোমার মত কালো মানুষদের জন্য কখনই ছিলনা।

ওরা নেলসন ম্যান্ডেলাকে কারারুদ্ধ করে বর্ণবাদী প্রথাকে চালু রাখতে পারেনি,

ওরা নিষ্পেষিত মানুষের কন্ঠস্বর চেগুয়েভারাকে হত্যা করে বিপ্লবকে থামাতে পারেনি,

ওরা পৃথিবীর সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে,

ফিলিস্তিনে নিরীহ মানুষের বুকে রাইফেলের তপ্ত সীসা ভেদ করতে,

সামান্যতম মানবিক আচরণ দেখায়নি।

ওরা ওদের স্বার্থে হত্যা,গুম,কয়েদ করেছে-

ইয়াসির আরাফাত,সাদ্দাম হোসেন,গাদ্দাফি,জেনারেল নরিয়েগা সহ অসংখ্য রাষ্ট্র নায়কদের।

জর্জ ফ্লয়েড আজ যেখানে তোমার প্রাণ বায়ু বাতাসের সাথে মিশে পৃথিবীর সকল কোণে পৌঁছেছে।

এই পৃথিবীর বর্তমান অবস্থায় নিয়ে আসতে,

তোমার পূর্ব পুরষেরা নিজের ঘাম ঝরিয়ে,

জীবনকে তুচ্ছ করে একের পর এক নগরীর সভ্যতাকে গড়ে তুলেছিল।

চাবুকের কড়ার আঘাতে তোমার পূর্ব পুরুষদের দেহে ক্ষত বিক্ষত হবার কথা,

নগর সভ্যতার ইতিহাসের পাতায় পাতায় লেখা হয়ে আছে।

নিষ্পেষিত এই তোমারাই বুকের তাজা রক্ত ঢেলে সাম্রাজ্যবাদীদের গনতন্ত্রের নমুনা এলে দিলে,

ওরা বলে এটাই মানবিকতার চরম ফসল!

যার কানা কড়িও নিষ্পেষিতদের কাজে আসেনি।

পুঁজিবাদী প্রথায় গনতন্ত্রের মোড়কে সাম্রাজ্যবাদীরা শুধুই ধন,সম্পদ আহরণ করতে জানে।

ওরা মানবিক মূল্যবোধ বোঝেনা-

তাই তোমার হাতে গড়া, তোমার পৃথিবীতে তোমার কন্ঠ নালী চেপে ধরে।

ওরা কি বোঝেনি এর বিপরীতেও মানবিক হৃদয়গুলি রয়েছে,

রয়েছে মানবিক সমাজ-

তাইতো বিশ্ব জুড়ে আজ লক্ষ কোটি মানবতার বিশাল সম্ভার,

তোমার হত্যার প্রতিশোধ চায়।।

ভেঙ্গে ফেলতে চায় চির চেনা এই ভঙ্গুর মানবিকতাকে,

যেখানে মানবতাই নেই, সেই অচলায়তনের দেয়ালকে।।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*