লিখেছেন : পপি প্রামানিক

রাজ!
তুমি কি আমায় ভালোবাসো?
যদি নাই বাসো তবে বার বার কেন মনে আসো?
তোমার বিহনে বুকের ভেতর সমুদ্রের ঢেউ ওঠে,
দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায় আমার সাজানো ভূবণ। প্রেম মালার শৃঙ্খলে তোমাকে বাঁধতে চেয়েছি বার বার,
প্রেম মন্দিরে সাজিয়ে রেখেছি নানা উপাচার।
কিন্তু সে পূজা বার বার তুমি উপেক্ষা করেছো,
উপেক্ষা করেছো আমার নিস্পাপ ভালোবাসা।
তবে কেন তোমার কথা ভাবতে গেলে বুকের বাম পাশটায় চিনচিন করে?
এটাই তো প্রকৃত ভালোবাসা?
আচ্ছা রাজ!!
তুমি কি সত্যি আমায় ভালোবাসো?
যদি নাই বাসো তবে বার বার কেন আমার স্বপ্নে আসো?
গভীর রাতে ঘুমের মাঝেও আমার চোখে ভাসো?
রাজার কুমার হয়ে পঙখীরাজে চড়ে আমার কাছে আসো।
পরীর রাজ্যে তুমি-আমি অবাধ বিচরণ করি,
স্নিগ্ধ জ্যোৎস্নামাখা রাতে জ্যোৎস্নার আলোতে অবগাহন করি।
হিমেল হাওয়ার স্পর্শে দু’জন সিক্ত হই,
ভোরের শিশির বিন্দুর আলতো পরশে বিমোহিত হই।
এটাই কি প্রকৃত ভালোবাসা নয়?
আচ্ছা রাজ!!!
তাহলে তুমি কি সত্যি আমায় ভালোবাসো?
যদি নাই বাসো তবে প্রতিটি মুর্হুত কেন হৃদয়ে থাকো?
আমার হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন শুধু তোমার কথাই বলে,
আমার বাম পাঁজরে তাকিয়ে দেখো, সেখানে শুধু তোমার ছবিই আঁকা।
আমার অধর আলতো স্পর্শ করে দেখো স্বর্গীয় ভালোবাসার সাম্রাজ্যে তুমি ভেসে যাবে।
তবে এটাই কি ভালোবাসা নয়?
আর এটাই যদি প্রকৃত ভালোবাসা হয়,
তাহলে আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি।
ঐ নীল আকাশের সমান, এক সমুদ্র জলরাশির সমান, এক পৃথিবী সমান ভালোবাসি।
নাহ্!
আমার ভালোবাসা পরিমাপ যোগ্য নয়।
আমার ভালোবাসা সীমাহীন।
আর তুমি?
তুমি কি সত্যি আমায় ভালোবাসো?
তারিখঃ ২৩/০১/২০২১

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*