লিখেছেন : মনির হোসাইন
দল বেঁধে সব আয়রে ছুটে
দারুণ মজা নেরে লুটে
শীত সকালে গরম খুজে
মন বসে না কোন কাজে।
চাদর গায়ে আগুন পোহাই
চোখ ঝলে যায় কালো ধোয়াই।
হাঁড়ি ভরা টসটসে রসে
পায়েস খাবো রোদে বসে।
সবুজ ঘাসের ডগায় শিশির
পা ধুয়ে দেয় ছোট্র দিঘির।
কুয়াশা ঢাকা ভোরের কালে
মাছ ধরে ঐ জেলে খালে
ঘুম হতে উঠ, মা যে ডাকে
আজ ডেকো না, বলি মাকে।
মক্তবে যা পড়তে কোরাআন
অনেক আগে বাপ, হলো আজান।
সালাম শরীফ সোয়ান মিলে
পড়তে যায় সব দলে দলে।
শীতের আমেজ শীতের মায়া
শৈশব ঘিরে স্বপ্ন ছায়া।
তাং-২২-০১-২১ইং