নির্মাণ

-তৌহিদা জাহান লিপি

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

যদি সৃষ্টির আনন্দ হয় নির্মাণে,
তবে ভালোবেসে তোমাকেই আর একবার নির্মাণ করতে চাই !
যেখানে বিস্মৃতির অতল গভীরে হারিয়ে যাবো দু’জন।
আর লিখে যাবো প্রেমাংসুর রক্ত চাই এর মত আরো একটি কাব্যগ্রন্থ !
সেখানে তোমাকেই উৎসর্গ করে –
নির্মাণ করবো ভালোবাসার স্মারকলিপি !!
হয়তো সেদিন জীবনের সমস্ত নিস্তব্ধতা,
আর ব্যর্থতার অন্ধকার ধূলিসাৎ হয়ে যাবে অস্পষ্ট একটি ছবির সামনে ।।
হয়তো তোমাকে পাওয়ার জন্য যুদ্ধ নয়,
অপেক্ষায়ই থাকবে যথেষ্ট !
তাইতো তুমি ফিরবে ভালোবাসার টানে।
হয়তো সেদিন থাকবে চৈত্রের উত্তপ্ত রৌদ্র !
সেদিন কুসুমিত তরুতলে খুঁজবোনা কেউ কোন সুখ !!
আমার সাথে তুমিও হবে—— প্রেমে দগ্ধ!
তাইতো আজও ভালোবেসে ভুলতে গিয়ে,
তোমাকেই নির্মাণ করেছি বার বার।

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি :

আমি তৌহিদা জাহান লিপি। ঢাকায় বসবাস করি।। ঢাকার একটি বেসরকারি কলেজে কর্মরত আছি।। ধন্যবাদ সবাইকে

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*