চরিত্র বদল
-মোঃ জাকির হোসেন
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
চরিত্র বদল হয় ক্ষণে ক্ষণে-
চরিত্র বদল হয়ে যায়,
ভস্মীভূত লেলিহান অগ্নির দাবানলে,
পুড়ে যাওয়া খেটে খাওয়া স্বপ্নগুলির দেহ,
মৃত্তিকার স্বাদ নিয়ে।
যে একদিন এসেছিল নববধূর চোখের কার্ণিশ দিয়ে বয়ে পরা জলকে,
রুমালে মুছে নিয়ে পকেটস্থ করে-
স্বপ্ন দেখেছিল রাত জাগা চোখে অসংখ্য।
সে আজ নিস্প্রাণ দেহে অপরিচিত জন।
কালো হয়ে আসা ছাই আর তার দেহ একি রকম।
উন্নত প্রযুক্তি তাকে চিনিয়ে দেয় স্বজনদের।
ছাই হয়ে যাওয়া দেহটি ধরে নির্বাক নববধূর সবাক চেয়ে থাকা!
ছুড়ে দেয় কিছু প্রশ্ন!
সাইরেনের শব্দেও সে বদ্ধ ঘরে একজন শ্রমিক।
তারও চরিত্র বদল হয়েছিল।
নদি ভাঙ্গনে তার চরিত্র বদল হয়েছে।
সেযে বদ্ধ ঘরে আবদ্ধ ছিল যাদের ঈশারায়,
তারাও চরিত্র বদল করে মালিক বনেছে!
তাদের লিপ্সার জিহ্বা এতটাই প্রসারিত,
গোগ্রাসে গিলেছে হাজারও মানুষের বেঁচে থাকার স্বপ্নগুলিকে।
ঐযে রাস্তার মিছিলে বজ্র কণ্ঠে মুষ্ঠিবদ্ধ হাত,
লাখো মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য,
নিজের চরিত্র বদল করে সবহারার দলে সামিল হয়েছে।
তারও চরিত্র বদল হয়েছে!
একদিন সেও ছেড়ে যাবে এই মিছিল, এই শ্লোগান ছেড়ে।
নতুন চরিত্রে অংশ নিতে।
রাতের আঁধারে যারা বুলেটের তপ্ত সীসায় কেড়ে নেয় প্রাণ,
কেড়ে নেয় জাতির স্বপ্নের আঙিনায় উজ্জ্বল নক্ষত্রের আলোক রশ্মি!
তারাও চরিত্র বদল করে হানা দেয় নতুন রুপে-
পৃথিবীর এই নাট্য মঞ্চে প্রতিনিয়ত চরিত্র বদল হয়।
সারি সারি অভিনেতা ক্ষণে ক্ষণে চরিত্র বদল করে,
করে যায় নাট্যলীলা-
পড়ে থাকে গ্রিনরুমের মেকআপ বক্সের রঙ তুলির আঁচড়ে কিছু স্বপ্ন!
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
কবি পরিচিতি-
তিনি বাংলাদেশ টেলিভিশন এর তালিকাভূক্ত গীতিকার। তার গানের একটি ইউটিউব চ্যানেল “শেকড়ের গান” রয়েছে। সেখানে তার লেখা গান ভিডিও চিত্রে দেখতে পাওয়া যাবে।