একে একে সব পাখি নীড়ে ফিরবে।
সবারই নীড় আছে,
নিজের নয়ত অন্য কারো ।
আকাশটা আবার হবে নি:সঙ্গ…
তোমার আমার একই আকাশ।
কারো ভিন্ন নয় ,
তবু আকাশ যদি নি:সঙ্গ হয়
একটু দায় কি আমাদের কারো নয় ?
তোমার রক্ত লাল,আমারও তাই ।
আমায় একজন মানুষ দেখাও
যার রক্তের রং একদমই লাল নয় ,
নয়ত গিরিগিটির রঙ শরীর থেকে মুছে ফেলো ।
বদলে যাবে বলে
মানুষ থেকে পাথর হয়ে যাচ্ছো,
তুমি কি জানো ?
পাথর ভাঙে কিন্ত বদলায় না কোনদিন।
এই যে তুমি মাটি ভাগ করে নিচ্ছো,
মাটির সোঁদা গন্ধ অত্যাচারের পদচিহ্ন
আর দীর্ঘশ্বাসে মিলিয়ে যাচ্ছে …
মাটি কি তোমায় ভাগ করে দেয় সবুজ ?
সূর্য কি ভাগ করে দেয় আলো ?
চাঁদ কি ভাগ করে আনে রজনী ?
পৃথিবী কি ভাগ করে দেয় মা-মাটি-সন্তান ?
তোমার লেখা সবচাইতে বিমূর্ত কবিতাটিও তো
ভাগ করেনি তোমার অনুভব।
তবে তুমি কি করে
ভাগ করছো নিজেকে নিজে ?
মানুষের মত মানুষ হয়েও
কেন মানুষকে পালাতে হয় মানুষ থেকে ?
১৮/০৮/২০২১