লিখেছেন ~ পূর্বাশা মিত্র

স্বাধীন পৃথিবীতে এসেছি আমরা স্বাধীন হয় বাঁচবো বলে,
দুঃখ বেদনা কাটিয়ে উঠে, পথ চলবো হাত মিলিয়ে ৷
মানবোনা কোনো অত্যাচার,মানবোনা কোনো অনাচার,
পথে বাধা এলে করবো মোকাবিলা একসাথে হয়ে অস্ত্র তুলে ।
হতে দেবোনা আর মোরা কোনো শোষণ আর বঞ্চনা,
প্রতিবাদ তবে করবো মোরা হাতে হাত রেখে আইনি পথে ।
অন্যায় এবার রুখবো আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ।
জনমত গড়ে তুলবো আমরা সবাই মিলে সহমত ভাবে ,
হিংসার আগুন নেভাবো মোরা,
যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে। প্রতারিত হতে দেবো না আর অবহেলিত নারী সমাজকে,
নিপীড়িত মানুষদের পাশে দাঁড়াবো আমরা সবাই এক হয়ে,
স্বাধীন পৃথিবীতে এসেছি আমরা স্বাধীন হয়ে বাঁচবো বলে,
এমন ভাবে বাঁচবো আমরা,পরাধীন যাতে কেউ না বলে,
সবাই তাই এগিয়ে এসে আওয়াজ তোলো উচ্চস্বরে ।
তবেই বাজবে জয়ের ধ্বনি,
আমরাই এবার করবো জয়।।

 

কবি পরিচিতি :
Qualification : Education Honours from Calcutta University (INDIA)
নিবাস :- শিবপুর ,হাওড়া (পশ্চিমবঙ্গ, ভারত)
১ বছর যাবৎ অনলাইনে বিভিন্ন সংস্থায় , নিউজ চ্যানেল এর ম্যাগজিন , ও বিভিন্ন e magazine , ফেসবুক পেজে এ কবিতা লিখে থাকি, বর্তমানে বইও লিখছি । একক কাব্য গ্রন্থ ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশনায় যুক্ত । ছোটদের জন্য শিশু কবিতা, ও বড় দের জন্য বিভিন্ন ধরণের কবিতা, গল্প লিখতে ভালোবাসি । এমন ভাবে উপস্থাপন করি যাতে পাঠক গণ সাহিত্যের প্রতি আগ্রহী হয় ।বিভিন্ন গ্রুপ থেকে সম্মাননা ও পুরস্কার প্রাপ্তি । এছাড়াও আমি একজন বাচিক শিল্পী ও Live Performer ।।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*