লিখেছেন : অঞ্জনা চক্রবর্তী

 

পতি ব্যাতিত যে জীবন ,

সেই কি পতিতালয়?

এঁদো গলি, আনাচে কানাচে পানের পিক দুর্গন্ধ , বিষাক্ত বিষ ;

আজ কি তবে চতুর্দশী! উগ্রতা চতুর্দিকে ….

ঠোঁটে অপর্যাপ্ত লিপস্টিক কোমর খোলা শাড়ি জড়িয়ে

রাস্তা জুড়ে রমণী খদ্দের ধরার আশায়;

মাত্র দুশো টাকা এক রাত্তির শারীরিক সংসর্গের লেনদেন |

শরীর বেচে খায় এরা ___|

পুরুষ ব্যাতিত কি করে হয় নিষিদ্ধ!?

এক নারীর ঘরে উঁকি দি … বলি , দেবো পাঁচশো ;

তার বদলে শুনবো গল্প |

সে অবাক হয়ে বলে ..

তুই চলে যা , তোর সাথে হবে না ব্যবসা |

তোরা মেধা বেচে খাস ,

আমার খাই শরীর বেচে,

এর বেশি আর কিছু নয় |

তবু তোরা আমাদের এলাকার নাম দিস নিষিদ্ধ পল্লী আর তোরা …

ভদ্র হয়ে মেয়ে ধরে টেনে আনিস এই ঘরে ভুলিয়ে বা প্রলোভনে ;

কখনো কাজ দেওয়ার প্রতিশ্রুতিতে অথবা প্রেমিক সেজে |

আমাদের গল্প সবার এক রকম ..

কোনো এক ভদ্র সরল জীবন ছিল কখনো|

পুরুষ ব্যাতিত যে নারী হারায় না সতীত্ব |

তবু আমরা , সূর্যের আলোতে নিষিদ্ধ , রাতে , অবাদে সঙ্গম ,শর্তসাপেক্ষ |

ঘেন্না , অপরিচিত , থুতু ছেটানো পুরুষকুল তোদের ছাড়া

আমরা যে নই কলুষিত সেটাই ভুলে যাস ..

ভুলে যায় সমাজ …

ভুলে যায় পরকীয়া সম্পর্ক জড়ানো তোদের

আধুনিকতার মোড়কে রাখা বড়ো রাস্তাগুলো |

 

31/12/2020

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*