মা আমার বেঁচে থাকার সুখ
মা যে ভালোবাসা,
মা কে যে কষ্ট দিলো
সেই সর্বনাশা।
মা যে আমার পূর্নিমার চাঁদ
অন্ধকারে আলোর আশা,
মায়ের বাঁধন মায়ার বাঁধন
সর্গে থেকে আশা।
মা যে আমার বিধাতার দান
নিঃসার্থ ভালোবাসা,
মা যে আমার সর্বময়ী
সহজ সরল ভাষা।
মা যে আমার বেহেশ্তের চাবি
জান্নাতেরই আশা,
মা যে আমার রত্নখনি
হৃদয়ে তে বসা।
মা যে আমার সবচেয়ে আপন
রক্তে আছে মেশা,
যুগ যুগ ধরে থাকিবে অম্লান
মায়ের ভালোবাসা।
কবি পরিচিতি : ১৯৮১ সালে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় জন্ম গ্রহণ করেন,তিনি ১৯৯৯ সালে এস,এস,সি ২০০১ সালে এইচএসসি পাস করেন পরিবারের বড় ছেলে কবি বর্তমানে প্রবাসী।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*