ফেলে আসা শৈশব আজ
বাস করে শুধুই স্মৃতির ঘরে।
অবসর সময়ে সেই সব দিনের কথা
একান্তে বসে মনে পরে।
আনন্দে কাটানো সেই সব দিনগুলোর কথা
মনে পড়লেই আনন্দে মন ভরে।
বন্ধুরা মিলে শৈশবের পুতুল বিয়ে খেলা
মিছিমিছি রান্নাবাটি আঙিনায় বসে,
আমার কনে বন্ধুর বর বিয়ের আসরে।
বরকে বরণ করতাম শাঁখ বাজিয়ে উলু দিয়ে
তারপর জমিয়ে বিয়ের আসর , ভোজন সারতাম
গরম গরম লুচি আর আলুর দম দিয়ে,
মা কাকিমা বানিয়ে দিতো আমাদের আবদারে।
দিনগুলো কেটে যেত হেসেখেলে আনন্দে
লুকোচুরি, কানামাছি, রুমাল চোর
হা ডু ডু , চু কিত্ কিত্, বুড়ি ছোঁয়া,
কত খেলা খেলেছি পাড়ার বন্ধুরা মিলে।
একটু বড় হতেই ছুটির দিনের দুপুরটা
কেটে যেত সকলে মিলে পুকুরে সাঁতার কেটে,
হারিয়ে গেছে আজ সেই সব দিন আধুনিকতার আঙিনাতে।
এ যুগের ছেলে মেয়েরা বঞ্চিত আজ
আমাদের ছেলে বেলার খেলার মজা থেকে।
সময় কাটাই ওরা কার্টুন দেখে
মোবাইলে বিভিন্ন ধরনের গেম খেলে।
মাঝে মাঝে মনে হয় বড়ো ভালো হতো
সেইসব দিনগুলো আবার ফিরে পেলে।
ভাবনাটা আজ শুধুই বৃথা, কিছুই সম্ভব নয়
বয়সটা যে আজ বার্ধক্যের আঙিনায় ষাটের ঘরে,
মনটাকে সান্তনা দেওয়া শুধু স্মৃতিচারণ করে।
*******************************************
কবি পরিচিতি:-আমি শিবানী সাহা। বর্তমানে আমি হুগলি জেলার কোন্নগর এর বাসিন্দা। আমি একজন সাধারণ গৃহবধু। কবিতা পড়তে ও লিখতে ভালোবাসি।