স্বপ্নিল জীবন যখন অভিষেক
সেই থেকে সুখ
পালিয়ে বেড়ায় আর স্বপ্ন
বিষাদের কালো কালো মেঘ
অশুদ্ধ প্রেমের চরণ।
যৌবনে চেয়েছে মন যাকে
সুখের ভেলায় ভাসবো ভেবে
হাসি আর ক্রন্দনে
নিপুণ প্রেমের নিলাম্বরী সেজে
মিথ্যা অভিনয়ে করেছে প্রতারণা।
কাল বৈশাখী ঝড়ের মত
হয়ে গেল জীবনটা,শুধু ব্যর্থতা
সুখের সাগরে এসেছে ব্যর্থতা
করে ধ্বংস জীবনের পথ চলা।
স্বপ্নিল জীবন হয়েছে ব্যর্থ
খেলছে প্রেম ছলনার ছলে
যন্ত্রণার পিন্ডে থাকবো আবদ্ধ
সুখ থাক তোমার হৃদয় জুড়ে।
কবি পরিচিতি- সুজিত ঘোষ। নাটোর জেলায় জন্মগ্রহণ। কর্মজীবন সুপ্রতিষ্ঠিত একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। মনের ভাবনা গুলো প্রকাশ করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্রিকায় লেখালেখি করে থাকি।