মন যে আমার মনের মতো
চায় যে অনেক কিছু,
পায় না মনে নিজের মতো
হতাশা নেয় পিছু।
মনে মনে অনেক ইচ্ছে
সপ্ন জাগে মনে,
বলা যায় না কাউকে তাহা
জানে না সেই জনে।
মনটা আমার সাদা মাটা
একলা বসে ভাবে,
সবাই আমায় বাসে যে ভিন
কার কাছে মন যাবে।
মনকে বড়ো শক্ত করে
বুকটা চেপে রাখি,
মনের মাঝে কতো দুঃখ
ঝরে দু’টি আঁখি।
নিজের মনকে নিজের মতো
রাখি সুন্দর সাজে,
তবুও আমার মনের মাঝে
করুণ সুরে বাজে।
কবি পরিচিতি : আমি মনোজ ঘোষ বাড়ি শিলিগুড়ি পব: ভারতে, আমি বিবাহিত এক ছেলে এক মেয়ে।