কবিতার পাতা September 10, 2021
হ্যা, আমি ক্ষুধার জ্বালায় পড়ে থাকা নিতান্ত গরীব
নেই আমার লজ্জা নিবারণের মতো কাপড়,
আমাদের ভালোবাসার অধিকার দেওয়া হয়না
কারণ আমি কাউকে উপহার দিতে পারি না
আমি গরীব বলে
আমাকে উপহাস করা হয়।
আমাকে অবহেলা আর লাঞ্চিত করা হয়
অত্যাচার করে হৃদয়ে উপর
আমি গরীব বলে আমি তাদের
সঙ্গে এক শব্দ উচ্চারণ করতে পারি না,
আমি যেন পথের ফেলে দেওয়া আবর্জনা।
আমার শরীরটি উপর থুতু ফেলে দেওয়া হয়
আমি ক্ষুধার মরি
আমাকে চিকিৎসা দেওয়া হয়না
ওরা বুঝেনা আমার হৃদয়ের চটফটানি।
আমি হৃদয়ে অপমানিত গরীব
তবুও আমি আমার পরিচয় দিতে লজ্জা পাই না,
কখনো আমি আমার অত্যাচারিত
নিয়ে প্রতিবাদ করতে পারি না।
আমি তোমাদের সামনে দাড়াতে পারি না
কারণ আমি গরীব বলে।
কবি পরিচিতিঃ কবির নাম জয়সেন চাকমা।
জন্মঃ চার এ মে দুই হাজার ছয়।
জন্মস্থানঃ খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা উপজেলা ব্যাঙমারা পাড়া ছোট্ট একটি গ্রামে।
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি উর্তিন্ন বর্তমানে নবম শ্রেণিতে অধ্যায়ন রত অবস্থায়।
পিতার নামঃ সূচি রঞ্জন চাকমা
মাতার নামঃ ফুল বালা ত্রিপুরা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*