প্রজাপতির রঙিন পাখা
দেখতে লাগে ভারি!
সবুজ মনে স্বপ্ন আঁকা
অচিন দেশে পাড়ি!!
পক্ষীরাজের ঘোড়ায় চড়ে
রূপকন্যার দেশে!
রাজার ছেলে আনলো ধরে
সেই কন্যায় হেসে!!
সাবাশ দিল সব্বাই তার
বললো বটে বীর!
রাক্ষস আর ফোক্কসটার
আনলো কেটে শির!!
রূপকন্যা রাজার ছেলের
মাহান সমারোহে!
সে কিরে ধূম হলো বিয়ের
রইলো সুখে দোহে!!
কবি পরিচিতি :
কবি গৌর গোপাল পাল ভারতের পঃবঙ্গ রাজ্যের বীরভূম জেলার লাভপুর থানার বাকুল গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। পিতা- দুকড়ি পাল,মাতা- ফুলেশ্বরী পাল। সহধর্মিনী- সাধনা পাল। দুই পুত্র-১.কৃষ্ণ গোপাল পাল ও ২. মানস গোপাল পাল।কবিতা প্রধান উপজীব্য হলেও সাহিত্যের সব শাখাতেই অবাধ বিচরণ। তা সে গান রচনায় হোক বা ছড়া, কিম্বা গল্প, অণুগল্প, নিবন্ধ বা প্রবন্ধ।
লিটিলম্যাগসহ প্রথম শ্রেণীর দৈনিক, সাপ্তাহিক,পাক্ষিক, মাসিক,ত্রৈমাসিক,ষাণ্মাসিক মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক পত্র-পত্রিকায় লেখালিখি। শতাধিক অনলাইন পত্রিকাতেও লেখা প্রকাশিত হয়েছে।
পাঁচখানি প্রকাশিত গ্রন্থও রয়েছে।