নারী তুমি সর্বজয়া,সর্বগুণা
মহিয়সীর এক প্রতিচ্ছবি,,
সমাজের শিরায় শিরায় উদঘাটিত
রশ্মির একগুচ্ছ রবি।।
নারী তুমিই ক্রন্দনরত শিশুর
মর্মস্পর্শী মায়াভরা সুখ,,
সহস্রাধিক বেদনা বুকে চেপে
এক সমুদ্র দুখ!!
নারী তুমি অস্ত্র হাতে
কালজয়ী অসুরের মহাত্রাস,,
দশপহরণধারিণীর সাজে
অন্ধকার অধ্যায়ের নাশ।।
নারী তুমিই পুরুষ কূলের
নিঃসঙ্গতার নিখাদ ভালোবাসা,,
অপরাধে নিমজ্জমান পুরুষের
ভালোবাসিনীর রূপে আশা।।
নারী তুমি বিশ্ব ধরিত্রীর
স্বপ্নজয়ী মরমি রাজটিকা,,
সমগ্ৰ প্রতিকূলতা ডিঙিয়ে আজ
স্বর্ণাক্ষরে তা লেখা।।
*****
কবি/লেখক পরিচিতি-
নাম-পার্থ গোস্বামী
পিতার নাম-উৎপল গোস্বামী
মাতার নাম-লক্ষী গোস্বামী
গ্ৰাম-খালগ্ৰাম
জেলা-বাঁকুড়া
রাজ্য-পশ্চিমবঙ্গ
উনি স্কুল জীবন থেকেই সাহিত্যের প্রতি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। সাহিত্য ছাড়া কবির জীবন চলতে পারে না। সাহিত্যের সমস্ত বিভাগেই তিনি নিজের প্রতিভা তুলে ধরেছেন।উনি এই মুহূর্তে সাহিত্যের আঙিনায় বিভিন্ন পত্র পত্রিকার সাথে জড়িত।কবি বিভিন্ন সাহিত্য পরিবারের ও পত্রিকার থেকে সম্মাননা ও সনদ অর্জন করেছেন।কবিতা বই আকারে প্রকাশ পেয়েছে।পরবর্তীতে সাহিত্যের আঙিনায় বৃহত্তর পরিসরে কাজ করার ইচ্ছেও রয়েছে।।