আমাদের নেতাজী

-অমর দাস

↔↔↔↔↔↔

তুমি নেতাজী,আমার দেশের স্বপ্ন তুমি,

দেশের স্বাধীনতার তরে তুমি নিবেদিত,

সর্বত্যাগী সন্যাসী সম দেশের তরে

তুমি বিলায়ে দিয়াছো নিজেরে।

না অহিংস নয়, আপোসহীণ সংগ্রামী তুমি।

ব্রিটিশের চোখে চোখ রাখি তারে দাওনি

মাথা তোলার বিলাসী অধিকার।

আজাদ হিন্দ তোমার সৃষ্টি স্বাধীনতার তরে 

সাম্রাজ্যবাদীর বুকে কাঁপন ধরাতে,তুমিই

দিলে দিশা, দেশটাকে করলে স্বাধীন।

গড়ে তুললে তুমি প্রথম আজাদ হিন্দ সরকার।

রক্তের বিনিময়ে স্বাধীনতার অঙ্গীকার

তোমার দেশপ্রেমের এক জ্বলন্ত ইতিহাস।

এদেশের স্বার্থান্বেষীদের লোভের শিকার হলে তুমি।

ঐ স্বার্থান্বেষীরা তোমার অকাল প্রয়াণের গল্পে

তোমার অস্তিত্ব কে করতে চাইলো বিলুপ্ত।

ভাগ্যের নিষ্ঠুর পরিহাস আর ঐ সব লোভী

স্বার্থান্বেষীদের চক্রান্তে তুমি আজো

আমাদের কাছে অনাগত ভারতবর্ষের

এক মহান পথপ্রদর্শক হিসাবে বেঁচে থাকবে।

তুমি সর্বত্যাগী এক মহান বিপ্লবী সৈনিক।

তোমার ত্যাগের মহিমা ভারতবাসীর অন্তরে।

দেশের রাজনীতির কারবারীরা তোমাকে

দেয়নি সম্মান,দেয়নি শ্রদ্ধা ভালোবাসা।

হে মহামানব নেতাজী সুভাষ, তুমি

এসো আমাদের মাঝে, এই ক্ষয়িষ্ণু

দেশটাকে বাঁচাতে, ক্ষুধার্তের মুখে অন্ন,

গৃহহীণ কে আশ্রয় দিতে, অশিক্ষিত কে

শিক্ষা দিতে ধরো শাসণ দণ্ড, দেশটাকে

গড়ে তোলো এক শোসনহীন সাম্যের

স্বপ্নের দেশ ক্ষুধাহীন দেশ হিসাবে।

↔↔↔↔↔↔

কবি পরিচিতি:-জন্ম নদিয়া জেলার ধুবুলিয়ায়। 1966 সালে পুনর্বাসণ পেয়ে নদিয়ার কৃষ্ণনগরে স্থায়ী ভাবে বসবাস শুরু। 1974 সালে স্কুল ফাইনাল পা‌শ ও 1975 সালে উচ্চ মাধ্যমিক (পুরানো) পাশ। 1996 সালে সরকারী চাকরি গ্রহণ। স্ত্রী অনিমা দাস ও আমি দুজনেই বিভিন্ন সাহিত্য পরিবারের সঙ্গে যুক্ত। 2019 সালের এপ্রিল মাসে চাকরী থেকে অবসর। কবিতা লেখা শুধু সখ নয় নেশা। কন্যা অঙ্কিতা দাস ইংরেজীতে অনার্স স্নাতকোত্তর।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*