তোমাকে ভেবে
-পরাগ ভট্টাচার্য
♥♥♥♥♥♥♥
এখনো জীবনকে ভাগ করি তোমার স্মৃতির সাথে ll
এখনো যে আলো ছায়ায় তোমার মুখ পড়ে মনে ll
অনেক জল গেছে গড়িয়ে গঙ্গা দিয়ে
এখনো দাঁড়ালে সেই ফেলে আসা নদীর কাছে
মনে পড়ে ভালোবাসার মন্ত্রোচ্চারণ করেছিলাম জলের কাছে
যে নিষেধের সাঁকো ছিল তা যে পেরিয়েছিলাম অনায়াসে
জানিনা এখনো এসব তোমার পড়ে কি না মনে !
আমি যে এখনো রাত গভীর হলে তোমার অবয়বের সাথে
খেলা খেলে যাই তোমার সেই অনুরাগ , রাগ আর অভিমানের কাছে
এখনো সেদিনের মতো আশ্লেষে তোমার অধরে অধর ধরি চেপে —
জানিনা এখনো তোমার এসব মনে পড়ে কি না পড়ে
আজও অনেক ঝড় ঝঞ্ঝা পেরিয়ে জীবনের উপান্তে এসে
পারিনা যে এখনো এই ফেলে আসা জীবনকে ভুলতে —
তাই এখনো মনে হয় শেষবারের মতো তোমাকে গভীর আলিঙ্গনে আবদ্ধ করে
নিঃস্বাস বন্ধ করে অধরে অধর চেপে শেষ নিঃস্বাস যাই ফেলে —
তারপর যদি এ শরীর আগুন গ্রাস করে করুক
সব শেষ হলে আমার ছাই আর নাভিকুন্ডল সেই নদী যদি ভাসিয়ে নিয়ে যায় যাক —
তখন হয়তো যদি তোমার পাথুরে চোখ থেকে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়া
তাতেই চিরদিনের মতো পাবে শান্তি হয়তো আমার গভীর আত্মা ?!!!
♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি – কলকাতার অদূরে খড়দহে জন্ম l এখানেই পড়াশোনা l তারপর এখান থেকেই সরকারি চাকুরীতে যোগদান l তারপর এখান থেকে কলকাতায় চলে যাওয়া l অবসরের পর আবার খড়দহের নীলাচল এ ফিরে আসা l ছোটবেলা থেকেই কবিতা লেখার অভ্যাস l কলকাতার চতুষ্কোন পত্রিকাতে লেখা প্রকাশিত হয় আর এখানকার অমর্ত্য পত্রিকাতে নিয়মিত লেখা ছাপা হয় l আর এখন কবিতা আর গানেই যাপন l