লিখেছেন : প্রদীপ চন্দ
,,,,,,,,,,,,,,,*,,,,,,,,,,,,,,*,,,,,,,,,,,,,,,,*,,,,,,,,,,,,,,,,,,,*,,,,,,,,,,,,,
স্বপ্নের নীল পাখিটা উড়ে গেছে সেই কবে ।
রক্তাক্ত গোধূলি আজও জ্বলে চেতনার অনলে ;
ঘাসে ঘাসে লেগে থাকা চুম্বনের দাগ ভোরের আদরে ; রয়েছে ফিকে হয়ে,,
পোশাকের অলিন্দে, লাল হয়ে গেছে কাশবন ;
স্মৃতির নক্ষত্র ঘুমায় শিকড়ের গহনে,,,,
চেনা সুবাসে, আঁকা হয় স্বপ্নে,
আলোকের কারুকাজ,,তমিস্রার আঁচলে,
বিস্মৃতির সমাধি ফুঁড়ে জাগে দগ্ধ মায়াবী শরীর,,
দহন পুষে রাখি সৌখিন পকেটে।
বেহিসেবি বেদনার মর্মমূলে,
এস তুমি শুদ্ধতার লেলিহান শিখায় পুনরায় ;
হয়তো শতাব্দীর পরে,,,,,কোনো অবসন্ন সন্ধ্যায়,,
অথবা অনন্ত রাত্রির অন্তিম অবকাশে।
,,,,,,,,,,,,,,,,,*,,,,,,,,,,,,,,,,,*,,,,,,,,,,,,,,,,,,*,,,,,,,,,,,,,,,*,,,,,,,,,,,,
স্বত্ব সংরক্ষিত :