স্যান্ডউইচ
বৈষম্যের এ শহরে বৃথা সব আশা,
এখানে ভালোবাসাও তো মন্দ বাসা…
সুখ আসে ভাগ করে,
একশো ভাগ আসলে গরীব ঘরেই ।
ওদিকে উপরতলার মানুষগুলো
মরিচীকাকে সুখ মনে করেই
বেচে আছে যুগ-যুগান্তর ধরেই !
বড়লোকের জুতো মিশে যায়
দরিদ্র মুচির উপার্জনে,
পুজিঁবাদের বেশ বাম্পার ফলন।
বেচারা কার্ল মার্কস নির্জনে…
চন্দ্র-সূর্য কড়ায় গন্ডায়
ঠিকই নেয় তার শোধ,
সিলিংয়ে চাঁদ এঁকেই
তাই ধনী মেটায় ক্রোধ !
অথচ ভাঙা ছোট্ট ছনের ঘরটিতে
চাঁদ নিজেই আসে আলো দিতে…
বড়লোক নেয় শোধ কলমে
কালির বদলে রক্ত ভরে,
অথচ জীর্ণতা দরিদ্রতা শুধু
ওদেরই অক্ষরে অক্ষরে …
গরীবের কলম নিয়ে হাতে
আমি এখন পতঙ্গের দলে,
মধ্যবিত্তের তকমাও হারিয়েছি
উচ্চ-নিম্নের এই যাঁতাকলে !
© খালেদ মাহমুদ খান
১৩/১০/২০২১