💕 সারমর্ম 💕

তোমার অনির্বান চোখে একটা
তারা খসার দৃশ্য ধরে রাখো।
মেঘ করে চলে গেছে যেসব শ্রাবন,
তাদের আর দেখবে না ।

অবশেষে যদি নদী নামে ঐ চোখে
সাহস রেখো মন মাঝি…
এবার আমার হাতেই দিও দাঁড় ।

কথা দিলাম –
ভূমিকা কিংবা উপসংহারে নয়
তোমার চোখে
রোদ-মেঘ-বৃষ্টি এঁকে থেকে যাবো সারমর্মে ।

সূর্য উঠলেই সাতটি অক্ষাংশ ভেঙ্গে
তোমার কাছাকাছি চলে আসবো ।
যে শরত তোমার কাছে শুধুই
কাশেদের করোটিজাত,
সেখানেও বৃষ্টি হবে ,অবশ্যই ।
মেঘ জানে,
সূর্যও জানে,
তার আগেই আমি অষ্টম অক্ষাংশ পেরিয়ে
পৌছে যাবো তোমার শহরে…
যে শহরে শ্রাবন কোন কথা শোনে না
সেখানে বসন্ত আসবে আমি জানি ।

কিন্ত,
বসন্তের কাছে জীবন
জীবনের কাছে সবুজ
সবুজের কাছে পাখি
পাখির কাছে আকাশ
আকাশের কাছে ভালোবাসা
ধার চাইবো আমি….

সেই ভালোবাসা হবে কবিতার মত ।
ভালোবাসা একটা কবিতার মতই সহজ,
ভালোবাসা একটা কবিতার মতই কঠিন,
ভালোবাসা আজন্মকাল আগের মত থাকে না ।
যেমন কবিতাও সেরকম থাকে না
থেকে যায় শুধু কবিতার মতই দেখতে
কিছু শব্দ এবং অনুভব ।

এসো, শব্দ এবং অনুভবের গভীরে যাই ।
সমুদ্রতল ভেঙ্গে -খুজে দেখি আমাদের ভালোবাসা ।

হয়তো হারিয়ে যাওয়া প্রেমের কবিতা পেতেও পারি ।
তুমি ছিলে না বলে মন খারাপ করেছে কত কবিতা,
একটির পর লেখা আরেকটি কবিতা ।
সুন্দর কবিতা,
নষ্ট কবিতা,
মন্দ কবিতা,
ভালো কবিতা,

সবার মন খারাপ ।কেউ ভালো নেই ।

Khaled Mahmud Khan

©️ খালেদ মাহমুদ খান
✍️ ০৭/১০/২০২১

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*