কান্না হাসি
-পিন্টু রায়
⇔⇔⇔⇔⇔⇔⇔
আমি হাসতে পারি সবার কাছে
দুঃখটাকে আড়াল করে,
অবহেলাও সইতে পারি
কষ্টটাকে আঁকড়ে ধরে।
দিন প্রতিদিন নিয়ম মাফিক
সুখে থাকার নাটক চলে,
কান্না ঢাকি কোনও রকম,
যেন ভাসতে নাহয় চোখের জলে।।
মান অপমান কবেই যেন
হারিয়ে গেছে যাইনি বোঝা,
এমন ভাবে বেঁচে থাকাও
কারো কাছে নয়তো সোজা।।
যার কাছে যায় তার কাছেতেই
হাসির খোরাক হয়ে উঠি,
জানি জীবন যুদ্ধে ব্যর্থ আমি
এ সবকিছু আমার ত্রুটি।।
অসফল আর ব্যর্থতাতে
হারিয়ে গেছে বাঁচার আশা,
আমি একলা একা পথিক এখন
চোখের কোনায় ঘোর নিরাশা।।
জানিনা আর সইবো কত,
বইবো কত দুখের ভার,
বিধাতার এই ভাগ্য লিখন
পারিনা যে সইতে আর।।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
আমি পিন্টু রায়,থাকি durgapur এ (পশ্চিমবঙ্গে).কবিতা লিখতে ভালোবাসি,কিন্তূ এখন কাজের ব্যস্ততার জন্য আর সেভাবে লেখার সময় হয়ে ওঠেনা।তবে সত্যি বলতে এই লেখার মধ্যে আমি একটা আলাদা আনন্দ খুঁজে পাই।।