লিখেছেন : নির্মল বরাট

শুধু অভিনয়ে ভরা আজ পৃথিবী ;–
নিজস্বতা কবেই উধাও ;–
জীবনের শেষ বেলাও অভিনয়ের হিসাব।
শুধু শান্তনা নিয়ে আজ পথচলা ;–
সত্তা কবেই উধাও ;–
দিনের শেষে নিছক শান্তনারই হিসাব।
শুধু কল্পনা নিয়ে আজ এগিয়ে যাওয়া ;
বাস্তবতা কবেই উধাও ;–
জীবন আঙিনায় নিছক কল্পনারই হিসাব।
শুধু মুখোশ পরে আজ মুখোমুখি ;–
প্রকৃত মুখ কবেই উধাও ;–
সম্পর্কের বাঁধনে নিছক মুখোশেরই হিসাব।
শুধু দুঃখের সাগরে আজ ভেসে যাওয়া ;–
সুখ হয়েছে কবেই উধাও ;–
দুদিনের খেলাঘরে নিছক দুঃখেরই হিসাব।
শুধু মেকিময়তা নিজেকে সজ্জ্বিত করা ;–
মনুষ্যত্ব হয়েছে কবেই উধাও ;–
তাঁবুতে ফিরে নিছক মেকিময়তারই হিসাব।
শুধু পাগলামীর আজ বাসর সাজানো ;–
ভালোথাকা হয়েছে কবেই উধাও ;–
পথে পথে নিছক পাগলামীরই হিসাব।
শুধু বোকাবেগেই আজ নিজেকে গোছানো ;–
অনুভুতি হয়েছে কবেই উধাও ;–
চির প্রশান্তির আগে নিছক আবেগেরই হিসাব।
#বিভাগ _গদ্যকবিতা
#রচনাকাল:-06/12/2020
#তাং-25/01/2021

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*