লিখেছেন : সাইদুল ইসলাম সাইদ
কবে আসবে সেই দিন,
     এক সাথে চলা।
     কাঁধে কাঁধে হাত রেখে,
     সুখ দুঃখের কথা বলা।
     কবে আসবে সেই দিন
     হাসি ভরা মুখে।
     বিশ্ব ঘুরে দেখব আমি,
     বাঁধা দিবে না লোকে।
     কবে আসবে সেই দিন,
     পাঠশালাতে যাব।
     পরীক্ষাতে গোল্লা পেয়ে-
     বাবা মা,র দৌড়ানো খাব।
     কবে আসবে সেই দিন,
     বিকেল হলে ঘুরতে যাওয়া,
     বন্ধুরা সবাই একসাথে-
     ঝালমুড়ি আর ফুচকা খাওয়া।
     কবে আসবে সেই দিন,
     ঘর থেকে বেরিয়ে এসে।
     স্বাধীন হয়ে চলবে সবে,
     কাজ করবে মিলেমিশে।
     কবে আসবে সেই দিন,
     থাকবে না আর ক্ষুধার জ্বালা,
     কর্ম করা মানুষ গুলো,
     করবে না আর চিল্লাফাল্লা।
     কবে আসবে সেই দিন,
     দলে দলে মসজিদে যাইবে।
     জামাতের সাথে নামাজ আদায়-
     প্রভুর কাছে ক্ষমা চাইবে।
     কবে আসবে সেই দিন,
     সুখ শান্তিতে বাংলাদেশ
     সব কিছু ভুলে যাব-
     ফিরে পাবো সোনার স্বদেশ।
লেখক পরিচিতি :
আমার নাম, সাইদুল ইসলাম সাইদ
গ্রাম—— দাওসা
পোষ্ট—–পীরগঞ্জ বাজার
উপজেলা—-ফুলবাড়িয়া
জেলা——-ময়মনসিংহ
বিভাগ——-ঢাকা
জাতীয়—–বাংলাদেশী
আমি একজন ছাত্র এবং
পপুলার ফার্মাসিটিক্যালস লিমিটেড চাকরি করি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*