তোমাকে আমার মনে পড়ে না।
মৃত্যুর মত করেও যদি আসো
বুকের রক্ত ছলাৎ করে উঠবে না,
নরম রোদের ন্যায় সেই তোমার
জন্য আর এই মন কাঁদবে না।
তোমার জানালায় যেমন রোদ
তেমন বৃষ্টিও নামত থেমে থেমে;
তোমার প্রিয় ঋতু ছিলো
আমারও প্রিয় ঋতু,
অথচ তুমি ভাবতে ‘ঘটনাক্রমে’!
রোদ আসে,বৃষ্টি আসে এবং
চলে যায় তোমার মত,
অবশেষে তুমি এবং প্রতিটি ঋতু
কেমন এক হয়ে গেলে
তখন ঘটনাক্রমেই আমি একা হয়ে যাই।
কবিতা লিখি,শব্দগুলো চলে যায়
তোমার কাছে,ওরাও ভীষন স্বার্থপর।
বুঝতে পারি তোমাকে মনে রাখাও
এক অসুখ, যা ভীষন অস্বস্তিকর।
সময় যায়,সামনে দারুন চৈত্রমাস;
বৃষ্টি তবু আমার জানালায় ঠায় বসে,
তোমার গন্ধ থাকে তাতে,
চৈত্র বলো বৈশাখ বলো আমি
তাই সব ঋতুকেই ভীষন ভয় পাই,
যদি আবার তোমার প্রেমে পড়ে যাই।
এরচেয়ে সে-ই ভালো মনকে
পাথর করে নিই আমি;
যদি বলো আসবে ফিরে,
জানি সে অপেক্ষাও অতীতগামী…
©️ খালেদ মাহমুদ খান
✍️০৭/০৪/২০২২

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*