আমি হয়তো ভালোবাসতে জানি না;
তাই আমার মতই এই কবিতাও একা।
তোমাকে নিয়ে লেখা তবু একা,
মৃত্যুর চেয়েও বেশী একা।
সূর্যাস্তের অভিমুখে দিনের পর দিন
একা একা বসে থাকি,
পিছু ফিরে তাকালেই তুমি, আমি
এবং ব্ল্যাকহোল মুখোমুখি…
মন বেজায় চঞ্চল, যতই আগলে রাখি তাকে
তবু নয়ন পেরিয়ে বাইরে চলে আসবেই।
আমি সেই অশ্র্রু দিয়ে লিখি-
আমার নাম তোমার নামের পাশে আর
তোমার বুকের শহরে ফুটে উঠে –
আমাদের অপেক্ষারত মিলনের সাদা গোলাপ…
এই অপেক্ষা ভীষণ খারাপ করে মন।
মন খারাপের হিসেব আর আমি
রাখতে পারছি না পিছুটানের বাটখরায়।
এক ফোঁটা দু ফোঁটা করে নি:শ্বাস
পায়ে পায়ে এগিয়ে চলে;
দ্যাখো, মৃত্যুকে সামলে রেখে কিভাবে
বেঁচে আছি –
শুধু তোমাকে পাবো বলে…
তুমি শুধু মনে রেখো,
প্রতিটি নি:শ্বাসে আমাদের
একটা গল্প মিশে আছে।
এই গল্পে আমি একটা তুচ্ছ পতঙ্গ;
পতঙ্গ বলতে একটা প্রজাপতি,
যার কোন ভিজিটিং আওয়ার্স নেই…
যখন খুশী তোমার কাছে আসবো,ছুঁয়ে যাবো,
চাইলেও দূরে সরিয়ে দিতে পারবে না তুমি।
যখনই মন কেমন করে, দেখবে –
একঝাক অনুভূতি হয়ে ঘিরে ধরেছি…
Khaled Mahmud Khan
০৮/০৩/২০২২