বুঁদে থেকে ডুবে যাচ্ছে পানসি

-রানা জামান

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

ছলকে উঠে মনের আবেগ ছলকে উঠে

সুরের গায়ে অসুরের ভর সর্বনাশা

দিনদুপুরে খেয়ে যাচ্ছে হাঁসের ছানা খাচ্ছে

মাতাল বায়ে খেমটা নাচে নায়ের মাঝি

বুঁদে থেকে ডুবে যাচ্ছে পানসি নৌকা ডুবছে

প্রান্তজনের কন্ঠরুদ্ধ কান্নায় অবিরাম

পসে না তা কাণ্ডারির অহমে পসে না

কাপড় ক্ষয়ে ঠেকে আছে নেংটিতে আজ

জারক রসের মল্লযুদ্ধ যাচ্ছে বেড়ে ক্রমান্বয়ে

দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া ছুটছে লাগামছাড়া

উর্ধজনের আত্মতুষ্টি নিম্নবর্গে ফাঁসের দড়ি

কায়িক শ্রমের ঘড়াঘামে চুটকি খাদ্য

উর্ধশ্বাসে চলছে সাঁতার নেই খড়কুটো

পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি, আসে না হাতে

শিশিরে লুকানো বিষ পেটে পেটে এতো

কৃষ্ণচূড়ার হলদে রং পড়ে না চোখে কারো

দাবানল উৎসব ভেবে চলছে ধূম্রপান

শবযাত্রায়ও ঢোল করতাল বাজে বাজছে।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:

আমি বাংলাদেশের। প্রকাশিত বই-এর সংখ্যা ৯৬। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গল্প, কবিতা, ছড়া,উপন্যাস লিখে থাকি।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*