শরৎ এলো
-গোলাপ মাহমুদ সৌরভ
≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡
মন প্লাবনে শরৎ এলো
সাদা কাশবনে,
মেঘ বালিকা যায় হেঁটে
তাকায় ক্ষণেক্ষণে।
সবুজ মাঠে শরৎ এলো
এলো নদীর ঘাটে,
সবুজ ঘাসে শিশির কণা
শরৎ এলো মাঠে।
শরৎ এলো কাশবনে
সাদা ফুল ফোটে,
শরৎ এলো মনের মাঝে
হাসি রাঙা ঠোঁটে।
স্নিগ্ধতা আজ মন হারায়
শরতের কাশফুলে,
গাছে গাছে শরৎ এলো
নানান ফুলে ফুলে।
≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡
কবি পরিচিতি-
কবি ও ছড়াকার ঃগোলাপ মাহমুদ সৌরভ। ব্রাহ্মণবাড়িয়া জেলা,বাঞ্ছারামপুর উপজেলার অন্তর্গত পাড়াতলী গ্রামে ১৯৯০ সালে একটি মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
আমি আনন্দিত আপ্লূত ও অনুপ্রাণিত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।