আকাশ কুসুম
-গৌর গোপাল পাল
∈∋∈∋∈∋∈∋∈∋∈∋∈∋∈∋∈∋
কাশের বনে ফুল ফুটেছে
সাদা মেঘের মেলা!
তারই ফাঁকে রোদ উঠেছে
মেঘ পরীদের খেলা!!
বরষা গিয়ে শরৎ এলো
নেইকো মনে খুশি!
জীবনটাও এলোমেলো
যতই এ মন তুষি!!
জমি-জিরেত হয়নি রোয়া
ধান নেইকো মাঠে!
আনাজ-পাতি যায়না ছোঁয়া
কেমনে দিন কাটে!!
আগুন লাগা বাজার দরে
হাত ছোঁয়ানো দায়!
বাঁচবো না আর যাবো মরে
কোথায় বলো যায়!!
ঘুম নেইকো এ সব ভেবে
এখন কারো চোখে!
হাত পাতলে কেউ কি দেবে
রয়েছি সেই শোকে!!
∈∋∈∋∈∋∈∋∈∋∈∋∈∋∈∋∈∋
কবি পরিচিতিঃ-
কবি,গৌর গোপাল পাল.বাকুল.লাভপুর.বীরভূম. সূচকঃ- ৭৩১৩০৩.পঃবঙ্গ.ভারত মোঃ- ৮৯০০৪৮৩৪৭৫. দীর্ঘ দিনের লেখালিখি। দেশ-বিদেশ মিলিয়ে ছোট-বড় পত্র-পত্রিকায় অফলাইন ও অনলাইনে পাঁচ-সাতশো’র বেশিতে লেখালেখি। রাজ্যের আনন্দবাজার, বর্তমান, সংবাদ প্রতিদিন, একদিন,গণশক্তি,আজকাল, সংবাদ,প্রভৃতি মিলিয়ে ১৮/২০টির পাশাপাশি দেশ,সানন্দা,উনিশ কুড়ি,আনন্দলোক,খেলা সুখী গৃহকোণ,সাপ্তাহিক বর্তমান,তথ্যকেন্দ্র, কিশোর ভারতী, নবকল্লোল,সন্দেশ, শুকতারা, প্রসাদ,জ্ঞান-বিজ্ঞান, কিশোর জ্ঞান-বিজ্ঞান, দ্য সানডে ইণ্ডিয়ান,গৃহশোভা,ইণ্ডিয়া টুডে কি নেই তাতে। অল ইণ্ডিয়া রেডিও কলকাতা কেন্দ্রের অনুমোদিত গীতিকার। বেতারে স্বরচিত কবিতা ও কথিকা পাঠের পাশাপাশি পাঁচখানি প্রকাশিত গ্রন্থও রয়েছে। শতাধিক শিল্পী বেতার,দূরদর্শন, ক্যাসেট,রের্কডে গানও গেয়েছেন। যেমন- স্বপ্না চক্রবর্তী, শ্রীকুমার চট্টোপাধ্যায়, সনজিৎ মণ্ডল, কার্তিকদাস বাউল,প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়,স্বপন চক্রবর্তী, নিখিল বিহারী ঘোষ, নাজমুল হক, পাপিয়া লোধ, জয়দীপ রায়,ঈশিতা মুখোপাধ্যায়, জয়দেব দাস,সুদেষ্ণা রায় গোস্বামী,সুলেখা রায়,আমিনূর রসিদ, মহাদেবদাস বাউল প্রমুখ উল্লেখ যোগ্য।