স্বাধীনতা তুমি কোথায়?

-সুচন্দ্রা বসাক মন্ডল

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

স্বাধীনতা তুমি কোথায়?

তুমি কি ভূলুন্ঠিত অপব্যবহারে আজ…!

নাকি স্বজনপোষণের তোষামোদে শোষণ করে চলেছে একাধারে।

কোথায় কতটুকু দাম দিলাম আত্মবলিদানের…!

জন্ম ঋণের পরিশোধ দিতে হবে প্রতিক্ষায় পর জন্মের।

শুনতে কি পাও পুত্র হারা মায়ের আর্তনাদের হাহাকার করা কান্না??

নাকি পিতার রক্তশূন্য জীর্ণ শীর্ণকায় হাত হাতরে খোঁজে শেষ অবলম্বন,বলে প্রভু আর–না,আর–না।

পিতার শেষকৃত্যের শান্তির আগুন অপেক্ষায় রয়ে গেছে।

বোনের হাতে সুরক্ষা বন্ধনের সুরক্ষা দিতে পাড়েনি ভাইয়ের বলিদান, দেশমাতৃকার কাছে।

হায়,কোথায় খুঁজে বেড়াই স্বাধীনতার সুখ।

রন্ধ্রে রন্ধ্রে যখন অন‍্যায়ের সঙ্গে আপোষের অসুখ।

তোমাকে শুধুমাত্র একটা উৎসব উজ্জাপণে প্রজ্জ্বলিত করে রেখেছি ক‍্যালেন্ডারে লাল অক্ষরে।

সেতো বুঝে নেয় যেকোনো নিরক্ষরে।

আজ এতোগুলো বছরে সুবর্ণজয়ন্তী পার করে..

কি কি অর্জন করলাম আর বিসর্জন হিসেবে গড়মিল গোজামিলে গেছে ভরে।

স্বাধীনতা তুমি কোথায়….

আজও ধর্ম নিয়ে হিংস্র হয়ে ভুলে যাই দেশ আগে নাকি ধর্ম…

মেরে ধরে নিজেকে নিয়ে বেঁচে চলেছি প্রতিনিয়ত করে অপকর্ম।

আজও স্বার্থ ও টাকার কাছে বশীভূত সকল দেশ জাতির ভালোবাসা।

এবার বলতো স্বাধীনতা কি করি ভবিষ্যতের আশা?????

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি:-

আমি সুচন্দ্রা বসাক মন্ডল। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ‍্যের কোলকাতার সল্টলেকে থাকি।

শিক্ষাগত যোগ্যতা:- কোলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে দর্শন শাস্ত্র নিয়ে মাষ্টার্স করেছি।প্রিয় বিষয় মনস্তত্ত্ব।যা এই বিষয়ের সঙ্গে পড়তে হয়েছিল।

শখ:- বিভিন্ন শিল্পকর্ম যুক্ত।নানা রকম পুতুল ও ব‍্যাগ বানাই।সেলাই নিয়েও দুটি ডিগ্ৰী আছে।ফটোগ্ৰাফি আমার প্রধান ও প্রিয় বিষয়।অনেক ফটোগ্ৰাফি গ্ৰুপে যুক্ত ও দায়িত্বে আছি।

গিটার শিখছি।আবৃত্তি শিখিনি, তাও অনেক আবৃত্তি করেছি।কবি নয় তবুও যখন যা মনে হয় লিখি।তবে সেগুলো বলে দেয় প্রকৃতি আমাকে।আমি যখন ছবির জন্য প্রকৃতির সঙ্গে থাকি তখন।

পরিবার;-আমি বিবাহিত ও আমার একটি পুত্র সন্তান আছে।

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*