জীর্ণ পাতারা
-বিমান বিশ্বাস
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
এই রাত্রির আঁধার ভেজা সময়ে ঠিক কতখানি আশা করা যায়
ঠিক ততটুকুই আশা করেছি চুরমার হয়ে যাওয়া দুঃখের আঁতুর ঘরে।
দিন শেষে সন্ধে নামার আগে চিরস্থায়ী যবনিকা দুহাতে জড়িয়ে
রক্তের আগুনে পুড়ে অভ্যুদয় আসবে বুঝি নবজাগরণের!
আমরা স্বাধীনতার স্বপ্ন সুখে মন্থন করি ঘুমঘোর ক্ষুধার গরুড়ের
আমরা জানি না, গুনগুন করে কবে ডুবে যাবে সব দুঃসহ যান্ত্রিকতার শীতল ছোবলে।
চিঠি আসে রুদ্ধশ্বাস বৈশাখের প্রলয় বাতাসে উড়ে উড়ে
স্মৃতির নদীগুলো আশা নিয়ে মরে বাঁচে সোনালী রোদ্দুরে ডানা মেলে।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
বিমান বিশ্বাস। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার অন্তর্গত সোদপুরে নিবাস। মনের খিদেতে কিছু লিখতে চেষ্টা করি। হয়না কিছুই, শুধুই বৃথা চেষ্টা।