রাতের আকাশ
-মমতা শঙ্কর সিনহা(পালধী)
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কেনো মেঘ জমে হৃদয়ো আকাশে?
কেনো তারারা হাসে রাতের আঁধারে?
রাতের বাতাস ভাসে কস্তুরীর সুবাসে,
দক্ষিণা পবণ হিল্লোল তোলে ঝাউবনের আনাচে-কানাচে।
এত রূপকথারা সৃষ্টির উল্লাসে
ফসল ফলায় ধরনীর ক্রোড়ে।
নিঃশব্দে ঐ দেখো হেঁটে যায়
কোটি কোটি তারার দল–রাতের জ্যোৎস্নার মায়ার প্রেক্ষাপটে,
আর কিছুক্ষণ পর সূয্যি মামা উদিত হবেন ঊষারানীর পরশ ছড়ায়ে।
কেটে যায় রাতের আঁধার,
ফোটে নবীন প্রভাতের অরুণালোক,
এভাবেই কাটে দিন,কাটে রাত-প্রহর—
হাজার হাজার তারার মাঝে হারিয়ে যায় রাতের মিছিলের কান্নার সুর।
হঠাৎই শুনি বিরহী কোকিল, কোকিলারে হৃদয়ের বেদনার করুন সুরে আহ্বান করে–
শ্রাবণের বর্ষণ ক্লান্ত রাতের আঁধার শেষে,
অনন্য কোন মহাজাগতিক চেতনার প্রেমের বৃষ্টিতে নীলাকাশের তলে ভিজতে থাকি—
আর ভিজতেই থাকি দিশাহীন নাবিক হয়ে।
রাতকে বলি আর একটু করো গো প্রিয় প্রতীক্ষা—
তোমারে ছাড়িতে গিয়েও ছাড়িতে না পারি।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
আমি কবি ও বাচিক শিল্পী অ্যাডভোকেট মমতা শঙ্কর সিনহা(পালধী)। পেশায় একজন আইনজীবী।আর নেশা আমার সাহিত্য চর্চা।আমার বাবা শ্রী রবিশঙ্কর সিনহা,যিনি অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সরকারী কর্মচারী,আমার মা সোমা সিনহা ও আমার শ্বশুরমহাশয় শ্রী শ্যামলকুমার পালধী,যিনি দীর্ঘ ৩৪ বছর তার বর্ণময় প্রধান শিক্ষকের জীবন অতিবাহিত করেছেন ও সাথে একজন একনিষ্ঠ সাহিত্যের অনুরাগী এবং স্বামী অ্যাডভোকেট অভ্র পালধীর উৎসাহ দানে ও তাদের সাহচর্যে আমার সাহিত্যের এ পথে চলা।