ফিরে এসো বিদ্রোহী কবি
-শিবানী সাহা
≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡
নীরব কেন মুখর কবি
ফিরে এসো আজ,
সাম্যের ধ্বজা ধুলায় লুটায়
দেখে পাই লাজ।
শোষণ এখনো হয়নি তো শেষ
চলছে শোষন রাজ,
ন্যায় নীতি ত্যাগ করে
অবাধে চলছে লুঠতরাজ।
শিকল ভেঙে স্বাধীন হলাম
স্বাধীনতা পেলাম কই,
সত্যের পথে চলতে বাঁধা
কত অত্যাচার সই।
ভ্রাতৃত্বের বন্ধন তোমার গানে
সে কথা মানে না আজ আর,
ভেদাভেদের বলি কাঠে জীবন
বলিদান হয় প্রতিবাদী তার।
ফিরে এসো আবার তুমি
এই ধরনীর বুকে,
ন্যায় নীতি সাম্য ভ্রাতৃত্ব
উচ্চারিত হোক তোমার মুখে।
≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡
কবি পরিচিতি:-
আমি শিবানী সাহা। আমি একজন গৃহবধূ। বর্তমানে হুগলি জেলা কোন্নগরে বাস করি। কবিতা লিখতে ও পড়তে ভালোবাসি।