লিখেছেন : নুপুর বিশ্বাস
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
জানতে চাস না-
আর কখনো কোথায়,কেমন আছি আমি!
জানতে চাস না-
এখনো কি আমি-শুধু তোরই কথা ভাবি!
জানতে চাস না-
এখনো কি রাত ভোর হয় তোর স্বপ্ন বুনে!
জানতে চাস না-
হৃদয়টা কি এখনো তাজা?নাকি খেয়েছে
বিষন্নতার ঘুনে!
জানতে চাস না-
বিশ্বাসভঙ্গের জ্বালা কতটা তীব্র!কতট দুর্বিষহ!
জানতে চাস না-
কেমন করে ভাঙছি আমি প্রতিটিক্ষণে,অহরহ!
জানতে চাস না-
সবকিছুই কি আমার কর্মফল-না’কি ভবিতব্য?
জানতে চাস না-
কেমনে হলো এই জীবনটা-এক বিরহের কাব্য।
জানতে চাস না-
আমার গোপন,কিছু কথা হৃদয়ে লুকানো থাক,
আমি তো জানি,
বোকার মত আমিই একদিন শুনিনি তোর ডাক।
শুধু দূর থেকে চাইছি
জীবনটাকে ছুঁয়ে,তুই ভালো থাক,খুব ভালো থাক,
যদি পারিস,প্রার্থনা করিস-
ব্যথা সয়েসয়ে একদিন,মোর শুদ্ধআত্মা মুক্তি পাক।
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
২৪/১১/২০২০
@কপিরাইট সংরক্ষিত