লিখেছেন : উত্তম দত্ত
কুয়াশা মাখা সেই
দিনগুলোতে
হাড় হিম করা ঠান্ডাতে
তাদের শরীর জড় হয়েছে
পেতে চায় উষ্ণতা তারা এক্ষণে।
সেই উষ্ণতার সান্নিধ্য পেতে
খুঁজে ফেরে কাঠকুটো এদিকে
সেদিকে
যা দিয়ে আগুন জ্বালিয়ে
পায় উষ্ণতা নিজেদের
শরীরে।
না আছে তাদের সঠিক
শীতবস্ত্র
আগুন পোহানোই একমাত্র
অস্ত্র
গ্রাম বাংলার গরীব মানুষজন
শীতকালে পায় অনেক কষ্ট
তখন।
যে কারণে গ্রাম বাংলাতে
একটা প্রবাদ চালু আছে
এক্ষেত্রে
সে কথা ফেরে মানুষের মুখে
মুখে
“মাঘের শীত বাঘের গায়ে।”
তারিখঃ ২৭/০১/২০২১