লিখেছেন : নুপুর বিশ্বাস
~•~•~•~•~•~•~•~•~
তুমি মানে ঠোঁটের কোণে
এক টুকরো মিষ্টি হাসি,
তুমি মানে স্মৃতির ভাঁজে
তাল পাতার ছোট্ট বাঁশি।
~•~•~
তুমি মানে ঝড়ো হাওয়ায়
ভাবা-বেগের বৃষ্টি বাদল,
তুমি মানে মনের উঠোনে
হঠাৎ বাজে পাগলা মাদল।
~•~•~
তুমি মানে রোদেলা দুপুরে
ঝলমলে কাঁচা-সোনা রোদ,
তুমি মানেই অবুঝ হৃদয়ে
বন্য প্রেমের মিঠে আমোদ।
~•~•~
তুমি মানেই শিশির ভেজা
ঘাসের উপর নগ্ন পদযাত্রা,
তুমি মানে উচ্ছ্বাসের প্লাবন
ছুঁয়েছো খুশির উচ্চ মাত্রা।
~•~•~
তুমি মানে গোলাপ কুঁড়ির
হঠাৎ করেই পাপড়ি মেলা,
তুমি মানে হিমেল হাওয়ায়
মন খুশির ভাসাই ভেলা।
~•~•~
তুমি মানে একমুঠো তাজা
সদ্য গজানো সবুজ ঘাস,
তুমি মানে আবেগে আপ্লুত
আমার মনে প্রেম উচ্ছ্বাস।
~•~•~
তুমি মানে থমকে যাওয়া
জীবনটা ফের হয় সচল,
তুমি ছাড়া আমি জড় পদার্থ
একদম অকেজো,হই অচল।
~•~•~
তুমি মানে কবিতার খাতা
ইচ্ছে মতোন শব্দের চয়ন,
তুমি বিনে মন- ছন্নছাড়া
জলে ভাসে মোর দু’নয়ন।
~•~•~
তুমি মানে মনের মাঝেতে
বেজে ওঠা এক জলতরঙ্গ,
অজানা এক মাতাল নেশায়
তাল বেতালে দোলে অঙ্গ।
~•~•~
তুমি মানে বুকের কোণেতে
ভালোবাসার এক ছোট্ট নীড়,
উথাল পাতাল মন সমুদ্রে
হাজার ভাবনারা করে ভিড়।
•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
Nupur Biswas
9/01/2021