লিখেছেন : পূর্ণ দে
জাগো বন্ধু জাগো
নতুন ভোরে-নতুন আলোয়
নতুন করে জাগো,
বুকের আগুন জ্বালাতে এবার জাগো।
অনেক সয়েছি-অনেক হেঁটেছি
পেটে নিয়ে ক্ষুধার জ্বালা,
তবুও মরিনি আমরা পৌঁছেছি ঘরে
আর ভয়টা কীসের তরে?
আমাদের বন্ধু যারা
পথে দিয়েছে প্রাণ
শোনেনি কেউ তাদের দুঃখের গান,
ঝরিয়েছে শুধু শরীরের ঘাম
দেখায়নি কেউ একটুও সহানুভূতি
পায়নি তারা জীবনের সামান্যতম দাম।
আমাদের অভাব-অভিযোগ
বোঝেনি কেউ কোনোদিন
বোঝেনি পেটের জ্বালা যন্ত্রণা,
কাজের খোঁজে তাই তো ছুটি এখানে ওখানে
সংসারের মুখে হাসি ফোটানোর সন্ধানে।
আমাদের অধিকার
আমাদেরই হবে বুঝে নিতে,
অবুঝ হলে চলবে না আর
সবাইকে লড়তে হবে একসাথে।
আমরা যাদের অবহেলায় হয়েছি স্বীকার
তারা কি রেহাই পেয়ে যাবে বারবার?
আমাদের ওপর হয়েছে যতো অত্যাচার
সব উত্তর দেওয়ার সময় এসেছে এবার,
বেঁচেও মরার মতো আছি বেঁচে
এবাঁচার দাম কি আছে?
প্রতিবাদে জীবন যদি যায় ঝরে
বুঝবো তবু মরেছি কিছু করে।
যতো ইতিহাস সব ভুলে ভরা
কেবল ওদেরই গৌরব গাঁথা,
নতুন করে লেখা হবে ইতিহাস
থাকবে শুধু আমাদের কথা।
(স্বত্ব সংরক্ষিত)
অপূর্ব লেখা।