তখন শান্তি থাকেনা

রচনা- মোঃ জাকির হোসেন

 

যখন বিস্ফোরিত বোমায় দেহ ছিন্ন ভিন্ন,

অসহায় নবজাতকের কান্নার ভারী আওয়াজে

কানের পর্দায় পিঁপড়ের কামড়ের যাতনা।

তখন শান্তি থাকেনা-

 

যখন বর্ণবাদীদের আস্ফালন উচ্চকিত হয়,

পৃথিবীর গোড়া পত্তনের ইতিহাসের অমর সাক্ষীরা

নিথর পড়ে রয় রাস্তায় কুকুর শেয়ালের মত।

তখন শান্তি থাকেনা-

 

যখন নিজের অধিকার হারিয়ে যায়

বর্ণচোরা মূখোশধারীদের চটুলতায়,

নিজেকে অর্বাচীন মনে হয়!

তখন শান্তি থাকেনা-

 

যখন টেবিলের কোণায় পরে থাকা

পান্ডুলিপিতে ধুলিতে ধুসর হয়ে,

কবিতার কালো অক্ষরগুলি ঝাপসা হয়ে যায়।

তখন শান্তি থাকেনা-

 

  • ২৮/০১/২০২১

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*