লিখেছেন : তৌহিদা জাহান লিপি

_______________________
প্রিয়তম,
একদিন এই শহরের টাঙানো সবকটি বিলবোর্ডে লিখে দেব আমার মন খারাপের কারন !! এঁকে দেবো প্রতিটি দেয়ালে
আমার বিষন্ন মনের ছবি !! শহরের প্রতিটি মানুষ জানবে ————–?
আজ তোমার জন্যই আমার এই মনের
আকাশে মেঘের ঘনঘটা !!
শহরজুড়ে হবে ভিষন কানাকানি —-!
সবাই সেদিন তোমাকেই দোষী করবে ——-! “”
আমার মন খারাপের কারণ হিসাবে !!
একদিন এই শহরের অলিতে -গলিতে লাগাবো
পোষ্টার !! “—– সেখানে থাকবে শুধুই তোমার ছবি !! চাকুরী খুঁজতে আসা বেকার ছেলেটি–
দেখবে, —— তোমার জন্য কারো মন খারাপ ?
যে লোকটি নতুন বাড়ির খোঁজে
বিজ্ঞাপন দেখতে আসবে ? সেও জেনে যাবে
তুমিই আমার মন খারাপের কারন ———!! “
শহরের যত রকমের প্রচারনা সব ঢাকা পড়ে যাবে, ——– আমার এই মন খারাপের পোষ্টারের আড়ালে ————- !!
তারপর কোন এক সকালে ঘুম ভেংগে
দেখবে ——– পত্রিকার প্রথম পাতায় বড় বড়
অক্ষরে লেখা ——- তোমার জন্য আমার মন
খারাপের অসুখের খবর —————!!! “
মুঠোফোনে আসবে একে একে
কত নামী-দামী মানুষের ফোন ———-!!!!
হ্যালো,—— তোমার জন্য একজনের
ভিষন মন খারাপ ??
এসব পাগলামী দেখেও কি তুমি
নিশচুপ রবে —————??
নাকি আমায় চমকে দিয়ে একদিন
মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠাবে ———-?
আমার মন খারাপের কারন জেনে ?
সবশেষে তবে কি তুমি আমার মন ভালোর
কারন হতে পারবে ———-! “”””””””

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*