লিখেছেন :সুপ্রিয় ঘোষ
ভাবনার চেনা ডাক, চেনা মুখ,
অভ্যস্থতায় স্বাধীন সঞ্চারিত সুখ,
অক্ষর পরিচয়ে বাঁধা, আছে ক’জনা?
কলম চলে তবু, নিয়ে যে উত্তেজনা।
থাকুক না ভয় বলির, সে অনুশাসনে,
স্পর্ধিত রবে সে, চিন্তার বীজ বপনে।
যদি থাকে হিম্মত, কোন প্রশ্ন করার,
একটি সাহসী টোকা ভাঙবে দুয়ার।
রসায়ন না মিলুক, সমূহে স্বাকার;
দাবানল জ্বালবে যে তার স্বাধীকার।
অসম সংঘাতে হারাবে, সেই বিশ্বাস?
অদম্য জেদ, দেবে বিজয়ের আভাস।