লিখেছেন : শ্যামল কুমার মিশ্র

 

 

দিনান্তের সূর্য অস্তমিত
সব কাজ শেষে বিহগেরা ঘরে ফেরে
অপরাহ্ণের শেষ আলোটুকু কত ছবি এঁকে যায় দিগন্ত পারে…

জীবনের সব ব্যথা বুকে নিয়ে পথ হাঁটে মানুষ মানুষীপরিজন সাথে
উদ্বাহু উন্নত গ্রীবা তুলে বলে ওঠে—হে দিনমণি! তুমি নতুন করে উদ্ভাসিত হও
তোমার নব কিরণপাতে তমসার হোক অবসান
চেতনার হোক নব উন্মেষ…

ক্লান্ত, অবসন্ন চোখ দুটো তুলে
শতাব্দী শেষের সূর্য বলে ওঠে– হে জীবশ্রেষ্ঠ! তোমার লোভ আর হিংসার ঘটেছে নিরন্তর প্রকাশ
সবুজের বিসর্জনে শোননি কি পৃথ্বীর বুকফাটা কান্না?
দেখ নি কি কূজনহারা বিহগের বিলুপ্তি?
সুউচ্চ অট্টালিকার উদ্ধত প্রকাশ
মুনাফার প্রবল অভিঘাতে চূর্ণবিচূর্ণ ধরিত্রী
দিকভ্রান্ত তোমাদের মনন

মানুষের দুচোখ জলে ভরে ওঠে
বিপন্ন সময়ের বিষণ্ণতা ছুঁয়ে ছুঁয়ে যায়…

তারিখ:২৮-১-২০২১

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*