লিখেছেন : এ,এম,নজরুল ইসলাম শাহজাদা
দেহের ক্ষূধা যৌন -সূধা সব মানুষই পান করে
কেউবা এতে সম্মানী হয় কেউবা আবার কান ধরে
ছোট্ট বেলা আলাভোলা মায়ের কোলে সকলে
দিনে দিনে বেড়ে উঠে জাগতিক সব ধকলে
শিশু কালে ঘরেই পড়ে কৈশোরে যায় বিদ্যালয়
পরিবেশের গুন বিশেষে নানা রকম দীক্ষা লয়
যৌবনে সে মৌবন এসে একসময় হয় সংসারী
হৃদয় ছোঁয়া ভালো বাসার শত রকম রং তারি
বয়স কালে পায় নাগালে নানান রকম সুখ
পারিবারিক পারিপার্শ্বিক মায়াতে উন্মূখ
বৃদ্ধদেহে সমারোহে রোগে বাঁধে বাসা
নিয়মনীতির বাইরে গেলে দুরহয় বাঁচার আশা
পৌঢ়ত্বে বার্ধক্যে ধরে আয়ূ তখন শেষ
এইভাবে সব মানবজীবন চলছে অনিমেষ।।