লিখেছেন : শ্যামল কুমার  মিশ্র

ক্ষীণ কটি, শীর্ণ তনু তুমি
তোমায় আমি দেখেছিলেম উৎসমূলে অদ্রির গভীরে
তখন তুমি ছিলে নিতান্তই প্রগলভা, সুতন্বী,
সদা চঞ্চলা
তুমি খলখলিয়ে হেসে উঠতে
তোমার হাসিতে মুক্তো ঝরে পড়ত
আমার মন ভরে যেত…

তুমি এগিয়ে চললে গ্রাম ছাড়িয়ে অনেক অনেক দূরে
দুদিকে সবুজ বনানী, দিগন্ত বিস্তৃত বালুকারাশি
মাঝখান দিয়ে তুমি চলেছ নিরন্তর বেগে
তোমার অকারন,অবারণ চলায়
দুদিকে জীবন জেগে ওঠে
তোমার ভরা যৌবন উছলিত হয়
কত প্রেম হারিয়ে যায় তোমায় ভালোবেসে
কত দুঃসাহসী তোমার টানে ঘর ছাড়ে
তুমি নির্বিকার, বিগতস্পৃহ, জীবনের ভাষা বুকে নিয়ে তুমি নিত্য প্রবহমান

রোজ রাতে ঘুম ভেঙে আমি তোমার কান্না শুনতে পাই
জীবনের অপরাহ্ণ বেলায় তুমি অনেক শান্ত, সমাহিত
তোমার বুকে চর জাগে
অবসন্ন তুমি মুক্তির বার্তা নিয়ে আস
সাগর সঙ্গমে বৃহতের আহ্বান, ত্যাগের অপার আনন্দে তুমি চির ভাস্বর…

২৯-১-২০২১

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*