লিখেছেন : গৌর গোপাল পাল
ওই যে পথিক হনহনিয়ে কোথায় হেঁটে যায়!
কেউ কি জানো সেই ঠিকানা বলতে পার ভাই!!
গ্রীষ্ম দুপুর প্রখর রবি তপ্ত পথের মাঝে!
চলছে ছুটে এমন কি কাজ যাচ্ছে তা’রি কাছে!!
মেয়ের অসুখ নাই সে ভাল তাই চলেছে ছুটে!
তিন কুড়ি শেষ তবুও এখন খায় সে খেটে মুটে!!
দুই ছেলে তার একটা মেয়ে আছে শ্বশুর ঘরে!
ছেলেরা তার কেউ দেখে না এখন সে কি করে!!
তাইতো হাঁটা দৌড় দিয়েছে মেয়ের বাড়ির দিকে!
সন্ধ্যে নাগাদ পৌঁছে যাবে শরীর গেলে টিকে!
টলছে দেহ পারছে না আর জঠর জ্বলে খিদেয়!
ছেলেরা তার ভাবছে মনে হোক না বাবা বিদেয়!!
মেয়ের গাঁয়ে ঢোকার আগে উঠলো ঘুরে মাথা!
উদুম গায়ে সারাটা রোদ কিনবে কিসে ছাতা!!
ভাত জোটে না তাতে ছাতা পয়সা কোথা আছে!
লুটিয়ে পড়ে পথের উপর কেউ ছিল না কাছে!!
তেষ্টায় তার ফাটে ছাতি কে দেয় মুখে জল!
মেয়ের কানে খবর এল বলে শ্মশান যাবি চল্!!