লিখেছেন : তৌহিদা জাহান লিপি
____________________
মানুষ আজকাল বড় বেশী
সন্দেহ করে মানুষকে ——
যেন মানুষই ডাকাত বা খুনী !
চোর অথবা হাইজ্যাকার !
দরজার ওপাশের ডোরভিউ দিয়ে
এক চোখে দেখে নেয় ——–
দরজার ওপাশে কে দাঁড়িয়ে —–?
তেমনি ভিষন অবিশ্বাসের
চোখে তাকায় মানুষের দিকে !!
অবিশ্বাসের ফেনায় ফুঁসতে ফুঁসতে
একদিন ধ্বসে পড়ে পুরোনো বাড়ির মত
বিশ্বাসের কড়িকাঠ ———–!!
মানুষের চোখে স্থান নেয় পাথরের চোখ !!
বিশ্বাসের মৃত্যু হয় সীমারের —–
সু তীখহ্ন খনঞ্জরে —————!!!
মেঘের আড়ালে হারায় আকাশ —
জোস্না হারায় চাঁদ —————-///
একটি কিশোরীর কান থেকে খসে পড়ে
নদীতে হারিয়ে যায় তার কান ফুল !
অথবা পা থেকে খসে পড়ে হারায় ——
রূপোর নূপুর —————!!
তেমনি মানুষের মন থেকে বিশ্বাস ——–
বিলুপ্ত হয়ে যাচ্ছে ———-
শুকনো মরমরে পাতার মত ——– ///
এইভাবেই একদিন নূয়ে পড়বে
বিশ্বাসের বিশাল বৃক্ষরাজি ———-! “”””””””
০২/০২/২০২১