লিখেছেন : পূর্ণ দে
আমি নয়কো বোবা
নয়তো অতি হাবাগোবা,
বুদ্ধিজীবীদের মতো না হলেও
কিছুটা বুদ্ধি মাথায় ধরে।
তবুও অন্যায় দেখলে পরে
মুখ খুলে কিছু কেন বলতে পারি না রে?
আমি নয়তো একেবারে অন্ধ
চোখ রাখি না সবসময় বন্ধ,
দু-চোখেই সমান দৃষ্টি ঝরে।
তবু হঠাৎ কারো কোনো বিপদ দেখলে পরে
কেন যাই চলে মুখটি ফিরে?
আমার আছে ভালো-মন্দ বাছবিচার
নয়তো আমি কামার,
দায়-দায়িত্ব পালন করি সংসারে।
তবু কেন ন্যায়কে-ন্যায় বলে
আর অন্যায়কে-অন্যায় বলে
মন খুলে বলতে পারি না রে?
সব ঝুটঝামেলা এড়িয়ে আছি বেশ
কাউকে দিতে হয়না কোনো হিসেব।
আমার মতো যদি এভাবে সবাই
বসে থাকে ঘাপটি মেরে,
সমাজের সুস্থতা ফিরবে কি করে?
মাতব্বররা যাবে শুধু মাতব্বরি করে।
এসো এবার সবাই মিলে
মনের সব দ্বন্দ্ব ভুলে,
অন্যায়-অবিচারের বিরুদ্ধে
প্রতিবাদের ধ্বনি তুলি একই সুরে।
ভয়টা কারো থাকবে না একার তরে
ফুটবে হাসি সবার ঘরে ঘরে।
(স্বত্ব সংরক্ষিত)