লিখেছেন : গৌর গোপাল পাল
চেয়ে রই দূর আকাশের পানে!
কত শত তারা রয়েছে যেখানে!!
জননী আমার রয়েছে সেথায়!
শত ডাকে যার সাড়া নাহি পাই!!
জননী আমার তারাদের মাঝে!
জান কি তোমরা কোথা সে বিরাজে!!
কত ব্যথা বুকে বোঝাবো তা কারে!
নিয়ত যে খুঁজি আকাশের ‘পারে!!
পড়ে নাকি মনে কোন কথা তার!
চুমু দিয়ে মোরে ঘুম পাড়াবার!!
স’বি ভুলে গেছে সে ছাড়া আমার!
এই দুনিয়ায় কেউ নেই আর!!
রোজ রাতে খুঁজি তারাদের ভীড়ে!
জননীরে মোর পাই যদি ফিরে!!
তেমন কপাল করেছি কি হায়!
জননী তাহলে সেথা কি লুকায়!!
প্রবোধ মানে না মন যে আমার!
জননীরে তাই খোঁজে বার বার!!
এ জীবনে আর পাবো নাকো তারে!
যত ডাকি খুঁজি যত বারে বারে!!