কবিতা- তখন কবিতা গুলি কাঁদে!
লিখেছেন- মোঃ জাকির হোসেন
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
তখন কবিতা গুলি কাঁদে!
যখন ধর্ষিতাদের মুখ বন্ধ থাকে,
শুধু আত্ম চিৎকারের ব্যর্থ প্রয়াসে,
তার সবকিছু বিলীন হয়ে যায়-
তখন কবিতা গুলি কাঁদে।
তখন কবিতা গুলি কাঁদে!
যখন ভুঁইফোঁড় ছদ্মবেশী দেশপ্রেমিক খ্যাতদের,
উন্মাদ লম্পঝম্প আর আমার প্রাণের নিশানায়,
শকুনদের থাবার ক্ষতচিহ্নের আঁচড় পরে।
তখন কবিতাগুলি কাঁদে।
তখন কবিতাগুলি কাঁদে!
সহায় সম্বলহীন ব্যর্থ জীবনের
গল্পে যখন শুধুই অমানবিকতার মঞ্চে,
মঞ্চায়ন হয় পাশবিকতা।
তখন কবিতাগুলি কাঁদে।
তখন কবিতাগুলি কাঁদে!
যখন জীবনের শেষ প্রান্তে থাকা,
নর ও নারী প্রত্যাখ্যাত হয় নিজ সন্তানের,
ভুল অভিলাষীর চরম নির্মমতায়।
তখন কবিতাগুলি কাঁদে।
তখন কবিতাগুলি কাঁদে!
যখন পৃথিবীর মানবজাতির প্রকৃত পাওনা,
বঞ্চনায় পরিণত হয়, পরিণত হয় পণ্যে,
তখন কবিতাগুলি কাঁদে।
কবিতা আর তুমি কত কাঁদবে!
তোমার কান্না আজ প্রতিরোধের অগ্নিশিখা হয়ে,
জ্বলুক শতকোটি হৃদয়ে।
দাবানলে ভস্মীভূত হোক,
বঞ্চনা,প্রবঞ্চনা,অমানবিক নির্মমতার প্রেত্মাতারা।।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥