লিখেছেন : তৌহিদা জাহান লিপি
পাখিরা বুঝি মাইনে পায় —–?
মেঘেরা বুঝি রোজ অফিসে যায় ?
হাওয়ার বুঝি কোন গল্প আছে —-??
নদীরা বুঝি চুক্তি হোলে ——–
তবেই ছুটে যায় সমুদ্রের পানে ?
ঝর্ণা বুঝি তার দিক হারায় না —-
দূর পানে শব্দ করে ছুটে চলে
তার আপন নেশায় ———-!!
সেই শব্দ ভেসে আসে দিগন্তের
ওপার থেকে, থেমে থেমে ——!!
মুদ্রাহীন সেই রঙীন শব্দ ———–
ভেসে আসে ছন্দে ছন্দে ———-!!
যেমন কিছু পাখি,কিম্বা নদী ——
অথবা মেঘ, সমুদ্র, বা হাওয়া —–
তেমনি কিছু মানুষও জানে
তাদের এই নিঃশব্দ ডাক —–!!
শব্দ করে চাওয়া ———–
মুদ্রাহীন সেই রঙীন শব্দ ———–
ভেসে আসে দূর পানে ———-!