লিখেছেন : পূর্ণ দে
নিজের মনের মতো করে
পারবো না কোনো কিছু লিখতে?
তোমার ইচ্ছাকে জানাতে সম্মান
ধরতে হবে আমায় কলম?
ভরিয়ে দিতে হবে তোমার প্রশংসায়
আমার ডাইরির সমস্ত পাতা।
এ কেমন ধরনের অরাজকতা?
সবাই হয়ে যায়নি তোমার ক্রীতদাস
এখনো আছে কিছু মানুষ
যারা জানে ভয়কে করতে জয়।
বটবৃক্ষের মতো দাঁড়িয়ে ঝড়-তুফান
করতে পারে নিজের শক্তিতে প্রতিহত।
তাই তো আজও পৃথিবীতে হাজার যন্ত্রণার মাঝে
সান্ত্বনা খুঁজে পায় মানুষ।
যারা নিজেকে রেখেছে বন্ধক
তোমার কাছে তা তারা রাখুক,
আমার নেই তাতে কোনো আপত্তি।
তারা চিরকাল জলের স্রোতে ….
কই মাছের ঝাঁকের মতো চলে,
আমি কিন্তু পারবো না তাদের মতো হতে
মিথ্যা প্রতিশ্রুতির কাছে নিজেকে করে দিতে বিক্রি।
পারবো না নিজের সাময়িক সুখের জন্য
ডেকে আনতে কিছুতেই অপরের সর্বনাশ।
যদি ধরতে হয় কলম
ধরবো অসহায় মানুষের জন্য,
তোমাকে খুশি করার জন্য নয়।
তাতে যদি আমায় পড়তে হয় শাস্তির মুখে
তবে তাই হোক- নেবো মাথা পেতে।
(স্বত্ব সংরক্ষিত)