অশ্রু

-রণজিৎ কুমার মুখোপাধ্যায়

↔↔↔↔

আমার জন্য তুমি একবার এসো ।

আমি লাস্ট বেঞ্চের ফাস্ট বয় হয়ে

সাধারণের সাথে চালে ডালে মিশে গিয়েছি ।

আর যারা ফাস্ট বেঞ্চের ফাস্ট বয় ছিল

তারা চিলেকোঠার লোক,

মাটিতে পড়ে না পা ।

জনসাধারণের আঁতুড়ঘরের দুর্গন্ধে

নাকে রুমাল চাপা দেয় ,

স্বজন পরিত্যাগে তারা সিদ্ধহস্ত ,

অমন মনুষ্যত্ববোধ যে জীবন বিদীর্ণ করে নর্দমার দুর্গন্ধ ছড়ায় তা ফুটপাতের শিশুরা পর্যন্ত জেনে গেছে ।

কি হবে নামি দামি পোশাকী সজ্জায় ?

সাথে নিয়ে যাবে না তো কেউ ।

একদিন চলে যেতে হবে সকলকে সেই একই গন্তব্যে , তখন যাবে না সাথে কেউ ;

ফুলের সৌগন্ধ নিয়ে যে যতদিন আছি

চিকন হাসিতে রাঙিয়ে নাও তবুও আনন ।

এইটুকু থেকে যাবে নিভৃতে , এরই মাঝে

তবুও তোমাকে পেতে মন চায় কাছে ;

আমি যে লাস্ট বেঞ্চের ফাস্ট বয়,

অশ্রু নিয়ে আছি ।?

↔↔↔↔

কবি পরিচিতি-

  • রণজিৎকুমারমুখোপাধ্যায়
  • পিতার নাম :-৺সত্যগোপাল মুখোপাধ্যায়ের
  • মাতার নাম :-৺রামবিলাসিনী দেবী
  • জন্মস্থান-রসোড়া,কান্দি,মুর্শিদাবাদ (পশ্চিমবঙ্গ)
  • জন্ম তারিখ:-২৩মার্চ১৯৪৮
  • শিক্ষাগত যোগ্যতা:-বি,এসসি,পি জি ডি এড
  • লেখালেখি :–১৯৬৪ সাল থেকে অদ্যাবধি ।
  • সম্মাননা -স্বর্ণপদক প্রাপ্ত ,রবীন্দ্র,নজরুল পুরস্কার প্রাপ্ত (বুলবুল সাহিত্য ,১৯১১,১৯১২)
  • প্রচুর সাহিত্য সম্বর্ধনা সম্মাননা প্রাপ্ত বিভিন্ন সাহিত্য সংসদ থেকে ।তাছাড়া সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত ।ABI সংস্থা থেকে 2010 ম্যান অব দি ইয়ার ইন ইন্ডিয়াও স্বর্ণপদক প্রাপ্ত (লণ্ডন),কালচারাল ডিপ্লোমা অব অনার সানফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত ।

 

1 thought on “অশ্রু-রণজিৎ কুমার মুখোপাধ্যায়

  1. Kabyagrantho ,no–4 (Four)1.Shankha Balakar Sandhane .2 Garom Vater Gandho
    3)Natun Surjya 4.Champu Chayonika

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*